• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


নেইমারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এমবাপ্পের 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২১, ০৮:৩৮ পিএম
নেইমারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এমবাপ্পের 

লিওনেল মেসি, নেইমার, এমবাপ্পে, ইকার্দি ও ডি মারিয়াকে নিয়ে তারকা ঠাসা ক্লাব পিএসজি। এক দলে এত বেশী তারকা খেলোয়াড় থাকলে তাদের মধ্যে ম্যাচে বুঝাপড়া নিয়ে ঝামেলা পোহাতে হয়। ঠিক এমনটা🔯ই হচ্ছে ফ্রান্সের জায়ান্ট ক্লাব পিএসজির। বিশ্বকাপজয়ী তারকা কিলিয়ান এমবাপ্পে অভিযোগ করেছেন নেইমার নাকি তাকে পাস দেয় না। 

ক্লাব সতীর্থ নেইমারের বিপক্ষে যে এমবাপ্🦩পে অভিযোগ করেছেন ဣতা ধরা পড়েছে ক্যামেরায়।

রবিবার (২৬ সেপ্টেম্বর) রাতে মন্টপেলিয়ারের বিপক্ষে ঘটেছে এমন কান্ড। টিভি চ্যালেন ক্যানাল প্লাস ♈এর কভারেজের ফুটেজে দেখা গেছে এমন দৃশ্য। সতীর্থ ইদ্রিশা গানার সামনে হাহাকার করছেন এমবাপ্পে। 

এমবাপ্পে বলেন, "তিনি (নেইমার) আমাকে পাস দ༺েন না।" 

প্যারিসের সবচেয়ে বড় তারকাদের মধ্যে এমন উত্তেজনাপূর্ণ সম্পর্ক আ🏅ছে বলে মনে হলেও, মরিস𓆉িও পচেত্তিনোর দলের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলছে না।

প্রতিপক্ষের বিষয়ে কোচ বলেন, "হ্যাঁ, সাধারণভাღবে দলটি আজ শক্তিশালী ছিল। এটি আমার দলের জন্য একটি প্রাপ্য বিজয়।&🧸quot; 

"খেলায় দুই ধরণের প✃রিস্থিতি ছিল, প্রথমে আমরা বিপক্ষে সুযোগ তৈরি করেছিলাম। যা করতে আমরা সবসময় পছন্♒দ করি। দ্বিতীয়ার্ধে আমাদের অনেক বেশি নিয়ন্ত্রণ ছিল এবং আমরা সুযোগ তৈরি করেছি।"

দলের🍸 এমন পারফরম্যান্সে সন্তুষ্ট কোচ বলেন, "আজকের ম্যাচের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট।"

লিগ ওয়ানে আট ম্যাচ খেলে সবগুলো ম্যাচেই জয় পেয়েছে পিএসজি। বুধবার (২৯ সেপ্টেম্বর) চ্যাম্পিয়ন্স লিগে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নাম🍨বে পিএসজি। 

Link copied!